'মুক্তিযুদ্ধের চেতনা" বনাম "মুক্তির চেতনা"

লিখেছেন লিখেছেন Karimul Hasan Shopan ১৭ মার্চ, ২০১৩, ০৮:০১:০৭ রাত

এক সময় মনে হতো মুক্তিযুদ্ধের চেতনা আর মুক্তির চেতনা বুঝি সমার্থক শব্দ। সাম্প্রতিক সময়ের মুক্তিযুদ্ধের চেতনার নামে জন্ম দেওয়া "ঘৃণা" যা দেখতে পাচ্ছি সমাজের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মানুষের মাঝে, ঘর থেকে ঘরে, রাস্তা থেকে ভার্চুয়াল জগতের প্রতিটি কনে কোনে, আমার সেই ধারনাকে পরিবর্তন করে দিতে চাইছে। স্বাধীনতার ৪৩ বছরে বিশ্ব যখন এগিয়ে গিয়াছে জ্ঞান-বিজ্ঞানে, সুশাসনে, অর্থনৈতিক মুক্তি, মানবিক মর্যাদা সমুন্নতকরনে সেখানে আমরা স্বাধীনতার ফেরিওয়ালা দের কাচ থেকে পাইয়াছি দুর্নীতি, অপশাশন,শন্ত্রাশ,বিদেশি প্রভুদের মনোরঞ্জন, মানুবাধিকারের লংঘন আর সাম্প্রতিক কালের গণহত্যা। এদেশ স্বাধীন হইছিল সব মানুষের সমান অধিকার প্রদানের জন্য, আজ কারও রক্ত ইজরায়েলই দের মত দামি আর অন্য দের রক্ত যেন ফিলিস্তিনিদের মতই মূল্যহীন। কেও কি পারবেন ব্রিটিশ পুলিশ আর বর্তমান পুলিশ এর মধ্যে কোন পারথক্ষ টানতে? ১৫০ জন নিরিহ মানুষের রক্তের চাইতেও যেন লিমনের একটা পা এর মূল্য তথাকথিত মানবাধিকারের বাণিজ্য ওয়ালা দের কাছে বেশি! চাঁদ তারা ওয়ালা পতাকা থেকে সূর্য ওয়ালা পতাকা, পাক সার জমিন সাদ বাদ থেকে সোনার বাংলা পাইছি কিন্তু স্বাধীনতা কি পাইছি? পাকিস্তানএর সেই চেতনা যদি বার্থ হতে ২৪ বছর লাগে তবে ৪৩ বছরেও কি আমরা প্রত্যাশিত সোনার হরিন টা পাইছি। চাই মানুষ হিশেবে বেঁচে থাকার মর্যাদা চাই চির আকাংক্ষিত মুক্তি, চাই মুক্তির চেতনা, চাই মুক্তি স্বাধীনতার দোকানদের থেকে পরিত্রান। জেগে উঠুক প্রতিটি হৃদয় , সত্যের আলো হোক উদ্ভাসিত, জালিমদের হোক পতন , মানবতা পাক "মুক্তি"।

বিষয়: রাজনীতি

১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File